শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ভান্ডারিয়ায় ছাগল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

পিরোজপুর প্রতিনিধি 

ভান্ডারিয়ায় ছাগল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

পিরোজপুর ভান্ডারিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছাগলের হাট থেকে ২টি চোরাই ছাগল উদ্ধার করা হয়। সেই সঙ্গে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৬ এপ্রিল) পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. মুকিত হাসান খাঁন ও ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ছাগল চোর চক্রের দুজনকে আটক করে। 

গ্রেপ্তাররা হলেন, মো. আবু তালেব হালদার থানা- নেছারাবাদ ও মো. লাল মিয়া বেপারী, থানা- ভান্ডারিয়া জেলা-পিরোজপুর। ছাগল দুইটার মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার পিতা- মৃত সোবহান হাওলাদার থানা- রাজাপুর জেলা-ঝালকাঠি। তিনি শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়- সম্বল ছিল ওই দুটি ছাগল যা গতরাতে চুরি হয়। 

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তুলনামূলক কম দামে ছাগল দুটো কিনে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে। ভিকটিম তার ছাগল শনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ওই সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং ভান্ডারিয়া থানায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হয়েছে।

টিএইচ